অসমে বিদেশি শনাক্তকরণ প্রক্রিয়ায় ব্যাপক সমস্যার মধ্যে পড়ছেন মানুষ। সেই ভোগান্তি বেড়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে চূড়ান্ত এনআরসি তালিকা বের হওয়ার পর। যাদের নাম অসমের চূড়ান্ত এনআরসি তালিকায় আসেনি তাদেরকে ঢুকে দেওয়া হচ্ছে ভিন্ন ডিটেনশন ক্যাম্পে। আর সেখানে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এদের মধ্যে বেশিরভাগ বাঙালি হিন্দু। তাদের সঙ্গে রয়েছেন বহুল সংখ্যক মুসলিমও। তবে বাঙালিদের ওই ডিটেনশন ক্যাম্পে দিন কাটছে খুব খারাপ ভাবে। এ পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে বহু বন্দির মৃত্যু হয়েছে। এনআরসি আতংকেও মানুষ আত্মহত্যাকে বেছে নিচ্ছে।
এই আতঙ্কের মধ্যে লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি মঙ্গলবার জানিয়েছেন, গত এক বছরেই শুধু অসমের ডিটেনশন ক্যাম্পে দশজন বন্দির মৃত্যু হয়েছে।