করোনা ভাইরাস সংক্রমণ এখন আর সীমাবদ্ধ নেই শুধু চিনে। এশিয়া মহাদেশ ছাড়িয়ে ইউরোপ ও আমেরিকা মহাদেশের থাবা বসিয়েছে। ইতালিতে তো এখন মৃত্যু মিছিল। বাদ যাচ্ছে না স্পেনও। ওই সব দেশে করোনা সচেতনতা তুঙ্গে। তা আমাদের দেশেও করোনা সচেতনতা নিয়ে কম সক্রিয় নয় বিভিন্ন রাজ্য সরকার। সেভাবে ফিনে দিনে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। আমাদের রাজ্যেও চেষ্টা চলছে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ হলেই রাজারহাটে আলাদা পর্যবেক্ষণ কেন্দ্র বা কোয়েন্টারেনে রাখা যাবে। এ ব্যাপারে দেশের মধ্যে প্রথম সরকারি নির্দেশিকা আনল তামিলনাড়ু সরকার। তারা করোনা ভাইরাস নিয়ে তামিলনাড়ু কোভিড-১৯ রেগুলেশন ২০২০ নামে নতুন নির্দেশনামা জারি করেছে। তাতে বলা হয়েছে সরকার মনে করলেই যেকোনো মানুষকে করোনা ভাইরাস সন্দেহে জোর করে হাসপাতালে ভর্তি করতে পারবে। এই নির্দেশনামা আদতে আইন বলা যায়। আইন করলে বিধানসভায় পেশ করতে হয়। এক্ষেত্রে তা হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct