এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পুরো শহর। আর সেই বিস্ফোরণের প্রাবল্য ভেঙে পড়ল শহরের কমপক্ষে পঞ্চাশটি বাড়ি। এই বিস্ফোরণ কেড়ে নিয়েছে কমপক্ষে পনেরো জনের জীবন আর আহত হয়েছে শতাধিক।
এই বিস্ফোরণটি হয়েছে ইজেরিয়ার লাগোসের আবুলে আদো এলাকার একটি শহরে। রবিবারের এই বিস্ফোরণ সেখানকার ব্যাস পাইপলাইনের কাছে প্ল্যান্টে। এ ব্যাপারে নাইজেরিয়ার ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন (এনএনপিসি) জানিয়েছে, রোববার সকালে প্ল্যান্টে জড়ো করে রাখা কিছু সিলিন্ডারকে একটি ট্রাক ধাক্কা দিলে এ বিস্ফোরণ ঘটে। ভয়াবহ সেই বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এদের মধ্যে অনেকগুলো ধসে পড়ে। আশপাশের এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ছুটে এসে আগুন নেভাতে থাকেন। বিস্ফোরণে আহতদের লাগোসের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (এনইএমএ) ইব্রাহিম ফারিনলোয়ে।
ফারিনলোয়ে জানান, বিস্ফোরণের ফলে প্ল্যান্টে লাগা আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ৫০টিরও বেশি বাড়িতে। ওইসব বাড়ির বাসিন্দারাই মূলত গুরুতর আহত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct