চিনের ইউহান প্রদেশ থেকে কারণে ভাইরাস ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। বাদ যায়নি আমাদের দেশ ভারতও। ইতিমধ্যে বেশ কিছু রাজ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। করোনা ভাইরাস ভারতে এখনো মহামারীর আকার না নিলেও ইতালিতে মহামারীর আকার নিয়েছে। একদিনে আক্রান্ত হয়েছে তিন হাজার ৫৯০ জন। এ নিয়ে মোট আক্রান্ত ২৪ হাজার ৭৪৭ জন। চিকিৎসাধীন আছেন ২০ হাজার ৬০৩ জন। গত শুক্রবার মারা গিয়েছিল ২৫০ জন। কিন্তু রোববার ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে রেকর্ডসংখ্যক মানুষের মৃত্যুতে জনমনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। ইতালিতে করোনাভাইরাসে রোববার একদিনে ৩৬৮ জন মারা গেছেন। মারণ করোনা ভাইরাসে এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮০৯ জনে। তাই, পয়সার হেলানো টাওয়ারের দেশ ইতালি এখন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct