সবাই জানে এখন কেন্দ্রের শাসক দল বিজেপি ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে আদা কাঁচকলার সম্পর্ক। বিভিন্ন সময় তার প্রতিফলন দেখা গেছে। প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক বয়কট থেকে শুরু করে বিজেপি আছে এমন জায়গা থেকে দূরে থাকতে চেয়েছে তৃণমূল। তবুও মাঝে মধ্যে তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ে না বিরোধী সিপিএম। বিশেষ করে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী ও ডা. সূর্যকান্ত মিশ্র অভিযোগ করে থাকেন, তালে তালে বিজেপি ও তৃণমূলের গোপন সম্পর্ক আছে। যদিও তেমন স্পষ্ট কোনো প্রমাণ তারা দেখতে পারেননি। কিন্তু সব জল্পনাকে উড়িয়ে দিয়ে পুরসভার নির্বাচনকে ঘিরে এক সুরে কথা বলল তৃণমূল ও বিজেপি। তৃণমূলের তরফে রোববার আবেদন জানানো হয়েছিল করোনা ভাইরাসের কারণে পুর ভোট যেন এখন না করা হয়। এ বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম ও পার্থ চট্টোপাধ্যায় বিবৃতি দিয়েছেন। একই ভাবে বিজেপি সাংসদ দিলীপ ঘোষও তাদের সঙ্গে সহমত হয়েছেন। তাদের সুরে কথা বলেছেন ভোট পিছনোর জন্য। এখন দেখার পুরভোট নিয়ে আলোচনার জন্য সোমবার রাজ্যের ১০টি স্বীকৃত রাজনৈতিক দলকে যেসর্বদলীয় বৈঠকে ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন সেখানে পুরভোট নিয়ে তৃণমূল, বিজেপি কি অবস্থান নেয়। এই প্রশ্নে ফের সুজন চক্রবর্তী বলেছেন, ভোট পিছিয়ে দিতে তৃণমূল ও বিজেপি একজোট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct