প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্কে পবিত্র শহর কারবালায় শুক্রবার জুমার নামাজ বন্ধ রাখা হয়েছে। প্রতিবেশী নাজাফের মতোই কারবালায় শিয়া তীর্থযাত্রীরা ইরাক ও বিদেশ থেকে এসে জড়ো হন। গত শুক্রবারেও জুমার নামাজ পড়া হয়নি সেখানে। বিশ্বের ১৯৫ টি দেশের মধ্যে ১১৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ রোগে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ১৮ হাজার। মারা গিয়েছে সাড়ে চার হাজারের মতো মানুষ। এর মধ্যে ইরাকে ১০০ জনের কাছে মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দশ দিনের জন্য বাগদাদের স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। এছাড়া ভাইরাস উপদ্রুত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct