করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহরে। চীনের পর প্রথম যে দেশে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা গিয়েছিল, তার নাম হল হংকং। চীনের লাগোয়া এই দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র ১২২ জন। এর প্রকোপে মারা গিয়েছে মাত্র তিন জন। এখন অনেকের মনে প্রশ্ন, হংকং কীভাবে তাদের দেশের নাগরিকদের মধ্যে করোনা ভাইরাস ছড়ানো রোধ করলো? এ বিষয়ে জানা গিয়েছে, গত ২৩ জানুয়ারি হংকংয়ে প্রথম করোনাভাইরাস শনাক্ত করা হয়।হংকংয়ের সাধারণ মানুষ ব্যক্তিগত সচেতনতা মেনে চলার দিক থেকে যথেষ্ট সচেতন।এদের প্রায় শতভাগ মানুষের মুখে মাস্ক পরা। সবার স্বাভাবিক জীবনযাত্রা চলছে কিন্তু তারা চেষ্টা করছে ভিড়, জনসমাগম এড়িয়ে চলতে।ব্যক্তিগত সচেতনতা পালনের অংশ করছেন তারা, সাধারণ জ্বর সর্দি থাকলেও কর্মক্ষেত্রে আসছে না।সরকারিভাবেও যথেষ্ট সতর্কতা ও সচেতনতামূলক কার্যক্রম ও পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। প্রতিটি বাড়ির প্রবেশপথে, সেটি রেস্টুরেন্ট, আবাসিক ভবন বা ব্যবসা প্রতিষ্ঠান যাই হোক না কেন, সেসব জায়গায় দেখা যায় নিরাপত্তা রক্ষীরা সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করছে, মাস্ক না পড়ে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। অফিসের বিল্ডিংয়ের প্রত্যেকটি গেইটের সামনে হ্যান্ড স্যানিটাইজার রাখা রয়েছে। যারাই বিল্ডিংয়ে প্রবেশ করবেন, তাদের সবারই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয় ঢুকতে হবে।এছাড়া প্রত্যেক বাড়ির গেটের সামনে করোনা ভাইরাস ছড়ানো ঠেকাতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া রয়েছে। এছাড়া চীন থেকে হংকংয়ে প্রবেশ করা প্রত্যেককে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা সরকারিভাবে বাধ্যতামূলক করা হয়েছে হংকংয়ে, এখন আইনে পরিনত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct