স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মূলে করোনা ভাইরাসের আতঙ্ক। করোনা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য এই পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা হয়নি। বিজেপি শাসিত অসম সরকার অবশ্য সেই কাজটি করেছে। অসমের মুখ্য সচিব সঞ্জয় কৃষ্ণএক নির্দেশ জারি করে বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে অসমে সব সিবিএসই, উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২৯ মার্চ পর্যন্ত অসমের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমা হল, জিমখানা বন্ধ থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct