ভারতে নির্বাচনের দায়িত্বে রয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এছাড়া বিভিন্ন রাজ্যের নির্বাচন দফতর ঠিক করে পুরসভা, পঞ্চায়েত নির্বাচন যাবে হবে। সামনে রাজ্যের পুরসভাগুলির ভোট হওয়ার কথা ছিল। সে নিয়ে ধন্দে রয়েছে কবে হবে। কারন করোনা ভাইরাসের জেরে যেভাবে স্কুল।কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার তাতে অনিশ্চিয়তা দেখা দিয়েছে পুরসভার নির্বাচন হবে কিনা। এরই মধ্যে অন্ধ্রপ্রদেশের নির্বাচন কমিশন রোববার জানিয়ে দিয়েছে, সেখানকার পুরসভা কিংবা পঞ্চায়েত নির্বাচন আপাতত বন্ধ। আগামী ছয় সপ্তাহ স্থগিত রাখা হয়েছে এই নির্বাচন। ফলে ফের যাবে নির্বাচন হবে তা এখন বলা যাচ্ছে না। এই খবর পৌঁছে গেছে এই রাজ্যের নির্বাচন কমিশনের দফতরেও। তাই তারাও নাকি ভাবছে পুরসভার নির্বাচন করা যাবে কিনা।