করোনা ভাইরাসের জেরে সৌদি আরবে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেসব ধর্মপ্রাণ মানুষ সৌদিতে 'উমরাহ' পালনে যেতেন তা বন্ধ। হঠাৎ করে এই ঘোষণা হওয়ায় অনেককে দেশে ফেরত আস্তে হয়েছে। কিন্তু যারা উমরাহ ধর্মীয় আচার পালন করতে সৌদিতে রায়ে গিয়েছেন তাদের অনেকেই এখন ফাঁপরে পড়েছেন। সৌদি সরকারের নিষেধাজ্ঞার কোপে তারা দেশে ফিরতে পারছেন না। সেই দাশ হয়েছে বর্ধমান থেকে উমরাহ করতে যাওয়া পার্সি জানা চল্লিশ ধর্মপ্রাণ মুসলিমের। জানা গেছে প্রায় ৪০ জন উমরাহ যাত্রী জেদ্দার একটি হোটেলে বন্দি হয়ে রয়েছেন। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর তাদের হাতে যেমন টাকা ফুরিয়ে গেছে, তেমনি হোটেলে থাকা মুশকিল হয়ে পড়েছে। ফলে না খেয়ে দিন কাটাবার উপক্রম হয়েছে। বাধ্য হয়ে তারা বাড়িতে ফোন করে উদ্ধারের আর্জি জানিয়েছেন। তারা জানিয়েছেন যে বেসরকারি পর্যটন সংস্থার মাধ্যমে তারা উমরাহ গিয়েছিলেন তারা ফেরার টিকিট কেটে দিয়েছিলেন। সেই মতো তাদের
৯ মার্চ ইত্তেহাদ বিমান সংস্থার বিমানে ফেরার টিকিট ছিল। কিন্তু বিমান সংস্থা সব উড়ান বাতিল করে দিয়েছে। ফলে তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।
এ ব্যাপারে জেদ্দায় আটকে থাকা এক উমরাহ যাত্রী যিনি বার্ধামেন বাসিন্দা মাওলানা আবুল হাসান সূত্র জানিয়েছেন, আটকে পড়া যাত্রীদের মধ্যে বর্ধমান, হুগলি, বাঁকুড়া, কলকাতার বাসিন্দারা রয়েছেন।
এর মধ্যে বর্ধমানের ২৫ জন, হুগলির ৭ জন, বাঁকুড়ার ৬ জন এবং কলকাতার ২জন।
তারা উমরাহ করার উদ্দেশ্যে গত ২৪ ফেব্রুয়ারিতে সৌদি গিয়েছিলেন। তারা এখন গল্ফ হোটেলে বন্দি। কি করে বাড়িতে ফিরবেন বুঝতে পারছেন না। তাই দুশ্চিন্তা নেমে এসেছে তাদের পরিবারে। সূত্র জানিয়েছে, রাজ্য হজ কমিটি তাদের আটকে থাকার খবর পেয়ে সৌদিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে উদ্ধারের ব্যবস্থা করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct