করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় কুয়েত সরকার সেদেশে দুই সপ্তাহ সরকারি ছুটি ঘোষণা করেছে। ইতিমধ্যে বৃহস্পতিবার থেকে সেই ছুটি শুরুও হয়ে গেছে। কুয়েত সরকার জানিয়ে দিয়েছে সরকারি ও বেসরকারি সব ক্ষেত্রে ১২ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে। সেইসঙ্গে কুয়েতের সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। নিষিদ্ধ হয়েছে সভা-সমাবেশও। এমনকি রেস্তোরাঁ, ক্যাফে, হল, শপিং সেন্টার, প্রাইভেট হেলথ ইনস্টিটিউট বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে করোনার জেরে কুয়েত সরকার বাড়িতে বসে নামাজ পড়ার আহবান জানানো হয়েছে। তাই নাকি ইসলামী রীতি অনুযায়ী মসজিদের আজানেও পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মুসলিমরা ভোরের সময় যে 'ফজর' নামাজ পড়ে সেই নামাজ পড়ার জন্য যে আজান দেওয়া হয় তাতেই আনা হয়েছে পরিবর্তন। ভোরের আজানে ইসলামী রীতি অনুযায়ী দিনের অন্য আজানের থেকে পৃথক আহবান করা হয়। ভোরের আজানে বলা হয়ে থাকে, ‘হাইয়া আলাস সালাহ’। এর অর্থ নামাজের জন্য মসজিদে এসো। কিন্তু এখন ভোরের আজানে বলা হচ্ছে, ‘আল-সালাতু ফি বুয়ুতিকুম।’ এর অর্থ আপনারা বাড়িতে বসে নামাজ পড়ুন।
করোনার প্রকোপ থেকে বাঁচতে আজানের পরিবর্তন পৃথিবীতে বোধ হয় এই প্রথম। তাই এ নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়ে গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct