মাধব রাও সিন্ধিয়ার পুত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রায় জনা বাইশ কংগ্রেস বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তারপর থেকে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে মধ্যপ্রদেশে। একজন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন দাবি করলেও কংগ্রেসের পাল্টা দাবি রয়েছে। কংগ্রেস বলছে চলে যাওয়া ১২ জন বিধায়ক কংগ্রেসে রয়েছেন। এই পরিস্থিতিতে বিজেপি মধ্যপ্রদেশে সরকার গড়ার তোড়জোড় করায় নড়ে চড়ে বসেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী কমলনাথ একদিন আগে রাজ্যপাল লালজি ট্যান্ডনের সঙ্গে দেখা করে আস্থা ভোট ডাকার আর্জি জানান। তিনি দাবি করেন, সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তার হাতে আছে। ততক্ষণ রাজ্যপাল কিছু না বললেও শনিবার গভীর রাতে লালজি ট্যান্ডন কমলনাথকে জানিয়ে দিলেন সম্বরহবে আস্থা ভোট। এই ঘোষণায় বিজেপি আর কংগ্রেসের তরফে জোর তৎপরতা শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct