গো মূত্র, গোবর নিয়ে গৈরিক দলের নেতাদের একটা দুর্বলতা ছিলই, সেই দুর্বলতার জেরে এবার গোমূত্র ও গোবরকে কেন্দ্র করে শিল্প গড়ে তোলার প্রকল্প নিল উত্তরপ্রদেশ সরকার।শুক্রবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে একটি বৃত্তিমূলক শিক্ষানুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এ গোমূত্র ও গোবরকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের যে পরিকল্পনা রয়েছে তা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যদিও গোমূত্র নিয়ে গেরুয়া শিবিরের উন্মাদনার শেষ নেই। কিছুদিন আগে এক বিজেপি নেতা দাবি করেছিলেন, গোমূত্র খেলে সেরে যাবে করোনা ভাইরাস। এবার যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের যুবকদের স্বপ্ন দেখাচ্ছেন স্বনির্ভর হওয়ার লক্ষ্যে। তাই উত্তরপ্রদেশ সরকার পরিকল্পনা করেছে, সরকারিভাবে এবার বিক্রি করা হবে গোমূত্র ও গোবর। তার জন্য বহু যুবকের কর্মসংস্থান হবে।যোগী আদিত্যনাথের দাবি, গোমূত্র ও গোবর বিক্রি করার ব্যাপারটি কর্মসংস্থানের ‘গোল্ডেন সলিউশন। আর রাজ্যজুড়ে বিক্রির ব্যবস্তা করলে তাকে কেন্দ্র করে গড়ে উঠবে ‘ছোট ও মাঝারি শিল্প’। তাই সগর্বে যোগী আমিত্যনাথ ওদিনের অনুষ্ঠানে বলেছেন, উত্তরপ্রদেশ সরকার যদি গোবর এবং গো মূত্র জাত দ্রব্য বাজারে বেচতে পারে তাহলে ছোট এবং মাঝারি শিল্প সংস্থার মাধ্যমে তাহলে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই এই সোনালি সুযোগ হাতছাড়া করতে তিনি রাজি নন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct