করোনা ভাইরাসের আতঙ্ক রুখতে আমেরিকা জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে জরুরি অবস্থা জারি করা হল বলে জানান ট্রাম্প। তিনি বলেন, করোনা ভাইরাসের ফলে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। মহামারীর আশঙ্কা দেখা দিতে পারে। তাই আমেরিকা জুড়ে জরুরি অবস্থা ঘোষণা। এর ফলে করোনা ভাইরাস ঠেকাতে আরও সতর্কতা অবলম্বন সম্ভব হবে। সেই সঙ্গে করোনা ভািইরাসের সংক্রমণ প্রতিরোধে ট্রাম্প ৫০ বিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ইউরোপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের কড়াকাড়ি করেছিলেন। আগামী ৩০ দিন কোনই ইউরোপবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। তবে, ব্রিটেনর ক্ষেত্রে এই নিষেধাজ্হা প্রযোজ্য হবে না।
এদিকে আন্তর্জাতিক সমীক্ষা সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো জানিয়েছে, আমেরিকায় এ পর্যন্ত ২,২৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে ৪৮ জনের মৃত্যু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct