ফ্রান্সে ২০১১ সাল থেকেই নিষিদ্ধ মুসলিম মহিলাদের মুখ ঢাকা পোশাক নিকাব। ইউরোপের মধ্যে ফ্রান্স হল প্রথম দেশ যারার নিকাব নিষিদ্ধ করেছিল। কিন্তু এখন করোনা ভাইরাসের জেরে সেকানে অনুমতি দেওয়অ হল মুখে মাস্ক পরার।তাই ফ্রান্সের রাজদানী প্যারিসের মহিলারা আবার মুখ ঢাকতে ব্যস্ত হয়ে পড়েছেন। প্যারিস ফ্যাশন উইকে এবার মুখের মাস্ক ব্যবহার করে ক্যাটওয়াক করেছেন মডেলরা। করোনার চাপে পড়ে নিকাব নিষিদ্ধ রেখে মাস্ক পরার অনুমতি দেওয়ার মধ্যে অনেকেই দ্বিচারিতা খুঁজে পাচ্ছেন। তাই মুসলিম আইনজীবী নামিরা ইসলাম লিখেছেন, এটি ফ্রান্সের দ্বিচারিতার নিদর্শন। তিনি লিখেছেন, ‘আমি তো জানতাম, নিজের মুখ আবদ্ধ রাখা অপরাধ, আপত্তিকর, এমনকি নিরাপত্তা হুমকি।’ এক অনুসারী সঙ্গে সঙ্গেই উত্তর দিয়েছেন, তারা না নিকাব নিষিদ্ধ করেছিল? এখন তারা ঠিকই মুখ বদ্ধ রাখা নিয়ে নিরুত্তর।
ফ্রান্সে ২০১১ সালে মুখ ঢাকা পোশাক নিকাব নিষিদ্ধের সময় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদে গন্ট বলেছিলেন, আইন এখানে স্পষ্ট। প্রকাশ্য স্থানে মুখ আবদ্ধ রাখলে জরিমানা পেতে হবে। তিনি যুক্তি দেখান যে, এই নিষেধাজ্ঞার ফলে দুই মূলনীতি সুরক্ষিত হয়েছে। ধর্মনিরপেক্ষতার নীতি এবং নারী ও পুরুষের মধ্যে সমতার নীতি। আর কেউ নিকাব পরলে তার সর্বোচ্চ ২৫৯ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। ফ্রান্সের মাস্কপ্রীতি দেখে এক মহিলা টুইট করেছেন, আমাদের এখন নিকাব বিক্রি করা উচিত চড়া দামে!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct