করোনা ভাইরাসের আতঙ্ক এখন বিশ্বজুড়ে। তার হাত থেকে রেহাই পাচ্ছে না আমেরিকাও। চিনের মতো আমেরিকায়ও করোনা ভাইরাস মহামারীর আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সেখানকার মার্কিন কংগ্রেস। তাদের আশঙ্কা করোনা ভাইরাসের কবলে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধেক মানুষ। এ ব্যাপারে মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রশিদা তালিব বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১৫ কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। মার্কিন কংগ্রেসের চিকিৎসক মহলের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ৭ কোটি থেকে ১৫ কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। মার্কিন কংগ্রেসের চিকিৎসক ব্রায়ান মোনাহান ওই রিপোর্ট সিনেটে পেশ করেছেন বলে জানা গেছে।মাকিণ সূত্র জানিয়েছে, আমেরিকাজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ৭৬২জন। তার মধ্যে মারা গেছেন ৪১ জন।
ফারুক আবদুল্লাহ ছাড়া পেলেও ছাড় পাচ্ছেন না ওমর আবদুল্লাহরা
অবশেষে মুক্তি পেলেন জম্মু কাশ্মরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। তাকে প্রায় সাতমাস ধরে বন্দি করে রাখার পর মুক্তি দির কাশ্মীর প্রশাসন। শুক্রবার এ ব্যাপারে এক নির্দেশিকা প্রকাশ করে ফারুকের জানাল জম্মু-কাশ্মীরের স্বরাষ্ট্র দফতর। উল্লেখ্য, তিন তিনবার জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন ফারুক আবদুল্লাহ। ন্যাশনাল কনফারেন্স থেকে পাঁচবার সাংসদও হয়েছেন। তিনি বর্তমানে লোকসভার সদস্যও। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ দারা তুলে নেওয়ার পর থেকে তাকে বন্দি করা হয়। ওই মাসেরই ১৭ তারিখে ফারুক আবদুল্লার বিরুদ্ধে জন সুরক্ষা আইন লাগু করা হয়। এই আইনে বিনা বিচারে কাউকে এক বছর পর্যন্ত বন্দি রাখা যায়। উপর জন নিরাপত্তা আইন প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার। এই আইনে বিনা বিচারে দু’বছর পর্যন্ত কাউকে আটকে রাখা যায়।অন্যদিকে, আপাতত মুক্তি দেওয়া হচ্ছে না ফারুক আবদুল্লার ছেলে ওমর আবদুল্লা এবং কাশ্মীরের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকেও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct