বিশ্বকাপ বাছাইয়ের জন্য এখন খেলা চলছে। বিশ্ব ফুটবলের অন্যতম তারকা দল আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ রয়েছে এই মার্চ মাসে। সেই ম্যাচে ঘুটি সাজাতে শুরু করেছে আর্জেন্টিনা। ওই দলে লিওনেল মেসি, পাওলো দিবালারার মতো ফুটবলাররা থাকলেও ২৬ জনের দলে এবারও ঠাঁই হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়া ও মাউরো ইকার্দির। বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য আর্জেন্টিনা যে দল ঘোষণা করেছে তাতে তাদের ঠাঁই হয়নি।
উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে ২৬মার্চ নিজেদের মাঠে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৩১ মার্চ লা পাসে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই দুটি ম্যাচের জন্য মঙ্গলবার পূর্ণাঙ্গ দল ঘোষণা করেন কোচ স্কালোনি।
একনজরে আর্জেন্টিনা ফুটবল দল
গোলরক্ষক:হুয়ান মুসো (উদিনেস)
ডিফেন্ডার:নেহুয়েন পেরেজ (ফামালিকাও), রেনসো সারাভিয়া (ইন্তারনাসিওনাল), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), জার্মান পেজ্জেইলা (ফিওরেন্তিনা), নিকোলাস ত্যাগলিয়াফিকো (আয়াক্স), লিওনার্দো বেলার্দি (বরুসিয়া ডর্টমুন্ড)।
মিডফিল্ডার:লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দোমিনগেস (বোলোনিয়া), রদ্রিগো দে পল (উদিনেস), মার্কোস আকুইনা (স্পোর্তিং লিসবন), রবের্তো পেরেইরা (ওয়াটফোর্ড), এজেকুয়েল পালাসিও (বায়ার লেভারকুসেন), অ্যালেক্সিস মাক অ্যালিস্তের (ব্রাইটন)।
ফরোয়ার্ড:লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), নিকোলাস গঞ্জালেস (স্টুর্টগার্ট), লুকাস অ্যালারিও (বায়ার লেভারকুসেন), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), পাওলো দিবালা (জুভেন্টাস), লুকাস ওকাম্পোস (সেভিয়া)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct