সাবান থেকে শুরু করে প্রসাধনী সামগ্রী সব ক্ষেত্রে গোমূত্র খুব উপকারী বলে প্রচার শুরু করেছিলেন পতঞ্জলি ব্র্যান্ডের জনক রামদেব বাবাজি। তারপর সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ আসতেই বাজারে নেমে পড়েন কয়েকজন নেতা। তারা বলতে থাকেন গোমূত্র খেলেই নিরাময় হবে করোনা ভাইরাসে আক্রান্তরা। এব্যাপারে এগিয়ে রয়েছেন বিজেপির এক বিজেপি বিধায়ক। তিনি হলেন অসমের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া। তিনি কিছুদিন আগে সগর্বে বলেছিলেন গোমূত্র ও গোবরেই সারতে পারে করোনা ভাইরাসে সংক্রমণ। সেই বক্তব্যের কিছুদিনের মধ্যেই বাজারে চলে এল করোনা প্রতিরোধে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার। গোমূত্র দিয়ে তৈরি এই হ্যান্ড স্যানিটাইজারের নাম দেয়া হয়েছে 'কাউপ্যাথি'। অনলাইনে বিক্রি শুরু হওয়া এই হ্যান্ডওয়াশের দাম কিন্তু মাত্র ২১০ টাকা! আর তা নাকি দেদার বিক্রি হচ্ছে গেরুয়া বলয়ে!