এবার উড়ন্ত গাড়ি তৈরি করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট। এব্যাপারে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির উপস্থিতিতে গুজরাটের শিল্প দফতরের প্রধান সচিব এম কে দাসের সঙ্গে জার্মানি কোম্পানি পল-ভি এর ভাইস প্রেসিডেন্ট কার্লো মাসবমেলের এক মউ স্বাক্ষর হয়েছে। ওই চুক্তির ফলে গুজরাটে জার্মানি কোম্পানি পল-ভি তাদের উড়ন্ত গাড়ির উৎপাদন শুরু যাবে ২০২১ সাল থেকে। এব্যাপারে এখন থেকেই পল-ভি উড়ানের জন্য স্ট্যান্ড চিহ্নিতকরণ শুরু হয়ে গেছে। এই উড়ন্ত গাড়ির বিশেষত্ব হল, ৫০০ কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে। আর সর্বোচ্চ গতি ১৮০ কিলোমিটার। তবে সবচেয়ে অবাক ব্যাপার এই উড়ন্ত গাড়ি যখন রাস্তায় চলবে তখন তার গতি সর্বোচ্চ ১৬০ কিলোমিটার। আর যখন উড়ে যাবে তখন ১৮০কিমি। দ্বৈত সুবিধা সম্পন্ন এই গাড়িটি প্রথম দেশে আসছে গুজরাটের হাত ধরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct