করোনা ভাইরাস আতঙ্কে সৌদি আরব সরকার সে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর আর এক উদ্যোগ নিল। মুসলিমদের কাছে পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদ বলে পরিচিত মসজিদুল হারামের প্রতিটি প্রবেশদ্বার ও জনসমাগমের স্থানগুলোতে করোনা ভাইরাস জীবাণুমুক্তের বিশেষ মেশিন বসানো হয়েছে। তবে এই ধরনের করোনা প্রতিরোধের চেষ্টা প্রথম নয় কিছুদিন আগেই কাবা শরিফ ও মদিনা শরিফের দুটি পবিত্র মসজিদে করোনা প্রতিরোধে বিশেষ জীবাণুনাশক স্প্রে ছড়ানোর ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তী পদক্ষেপ হিসেবে এবার মক্কার মসজিদুল হারামের স্কেলেটরে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক অত্যাধুনিক মেশিন বসানো হয়েছে। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের নির্দেশে এই তৎপরতা বলে জানা গেছে। ইতিমধ্যে বিদেশিদের উমরাহ পালনে কাবা শরীফ ও মদিনায় প্রবেশ বন্ধ রাখা হয়েছে। তার মধ্যে বাদশার নির্দেশে কাবা শরিফের প্রধান ইমাম শায়খ আব্দুর রহমান সুদাইসির পরিচালনায় মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে যাতে করোনা ভাইরাস প্রবেশ করতে না পারে তার জন্য যাবতীয় নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মসজিদুল হারামের প্রবেশ পথ এবং অন্যান্য সংশ্লিষ্ট জায়গাতে বহু অর্থ ব্যয় অত্যাধুনিক স্বয়ংক্রিয় ‘ইনোভেটিভ ডিভাইস’ বসানো হয়েছে। এই যন্ত্রগুলো স্বয়ংক্রিয়ভাবে নব্বই শতাংশের বেশি জীবাণু ধ্বংস করতে সক্ষম বলে দাবি সৌদি কর্তৃপক্ষের।
এই যন্ত্র বসানোর পর মসজিদে হারাম ও মসজিদে নববির প্রধান ব্যবস্থাপক ও প্রধান ইমাম শায়খ ড. আব্দুর রহমান সুদাইসি সোমবার জীবাণুনাশক ‘উদ্ভাবনী যন্ত্র’ স্কেলেটরে বসানোর কাজ পর্যবেক্ষণ করেন। আশা করা হচ্ছে, এই যন্ত্র বসানোর পর বিদেশিদের জন্য ফের উমরাহ করার অনুমতি দেওয়া হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct