প্রায় আঠারো বছর কংগ্রেসে থাকার পর সেই দল ছেড়ে আজ বুধবার দুপরে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা জোতিরাদিত্য সিন্ধিয়া। ইতিমধ্যে গুরুগ্রামের একটি হোটেলে জোতিরাদিত্য সিন্ধিয়া ২১ জন কংগ্রেস বিধায়ককে নিয়ে উঠেছেন বলে জানা যাচ্ছে। একদা তার বাবা মাধবরাও সিন্ধিয়া কট্টরপন্থী হিন্দুত্ববাদী দল জনসঙ্ঘ ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। পারে কংগ্রেসের মন্ত্রীও ছিলেন। তার মৃত্যুর পর পুত্র জোতিরাদিত্য সিন্ধিয়াও কংগ্রেসের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কিন্তু মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস জেতার পর কংগ্রেস নেতৃত্ব মুখ্যমন্ত্রীর দায়িত্ব তুলে দেন প্রবীণ নেতা কমলনাথের উপর। তাতেই ক্ষেপে যান জোতিরাদিত্য সিন্ধিয়া। মতবিরোধ চরম আকার নেওয়ায় দল ভাঙিয়ে জোতিরাদিত্য সিন্ধিয়া চাইছেন মধ্যপ্রদেশে বিজেপি মুখ্যমন্ত্রী হতে। তাই নিয়ে টানাপোড়েন। তবে কমলনাথের সরকার পারে যায় কিনা সেটাই দেখার।
এদিকে, বিজেপি সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপি পতাকা হাতে নিয়ে আজ দুপুরে বারোটায় সদলবলে বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দিতে চলেছেন জোতিরাদিত্য সিন্ধিয়া। তার জন্য যাবতীয় তোড়জোড় জোরকদমে চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct