করোনা ভাইরাস নিয়ে এবার আর সতর্ক হল সৌদি আরব। তারা আগেই বিদেশি পর্যটকদের আটকাতে সেখানে মুসলিমদের ধর্মীয় পারব উমরাহ পালনে বিদেশিদের আগমনে নিষেধাজ্ঞা জারি করেছিল। ওবার সেখানকার সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করল সৌদি সরকার। তবে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালে ভার্চ্যুয়াল বিদ্যালয় ও ডিসটেনস এডুকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সৌদি শিক্ষা মন্ত্রক। এ ব্যাপারে সৌদি শিক্ষামন্ত্রী হামাদ বিন মুহাম্মেদ আল-আশেইখ জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সৌদি আরবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে তা কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সৌদি আরবের সব বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়সহ সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সৌদি আরবের পূর্ব কাতিফ প্রদেশে এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত ১১ জন রোগীর খবর পাওয়ার পর সৌদি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারি নির্দেশে বলা হয়েছে পাবলিক ও প্রাইভেট, কারিগরি ও ভোকেশনালসহ সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct