যাদের প্যান কার্ড এখনো হয়নি তাদের জন্য সুখবর বয়ে এনেছে দেশের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবার একেবারে বিনামূল্যে প্যান কার্ড করার সুযোগ করে দিচ্ছে আধার কার্ড হোল্ডারদের। এ ব্যাপারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, খুব সহজেই আধার কার্ডধারীরা ইন্টারনেট ব্যবহার করে বাড়িতে বসেই বিনামূল্যে প্যান কার্ড পারেন। তার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ইফাইলিং ওয়েবসাইটে যেতে হবে। https://www.incometaxindiaefiling.gov.in ওয়েবসাইটে যেখানে লেখা আছে instant PAN through Aadhar সেখানে ক্লিক করলে ধাপে ধাপে লেখা আছে কিভাবে প্যান কার্ড পাবেন আধার কার্ড সংযোগের মাধ্যমে। আধার কার্ড নম্বর দিলে আধার কার্ডে উল্লেখ থাকে মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই অনলাইনে ফরম পূরণ করলেই বাজিমাত। হাতের মুঠোয় পেয়ে যাবেন প্যান কার্ড। আর পেতে সময় লাগবে মাত্রা দাশ মিনিট। তারপর ডাউনলোড করতে পারবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct