নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় সরকারি সম্পত্তি। সেই ক্ষতিপূরণে জরিমানা করে যোগী আদিত্যানাথ সরকার। শহরের রাস্তায় বড় বড় হোর্ডিংয়ে নাম লিখে জানিয়ে দেওয়া হয় করা করা বিক্ষোভে জড়িত আর কত টাকা জরিমানা আদায় করা হবে। এমনকি তাদের ছবিও দেওয়া হয়। এদের নাধ্যে রয়েছেন সমাজকর্মী সাদাফ জাফর, আইপিএস এস আর দারা পুরী, কবি দীপক কবির। এভাবে জনসমক্ষে ছবি টাঙিয়ে দেওয়ায় তারা হাইকোর্টে যান। ওই মামলায় ইলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি গোবিন্দ মাথুর ও বিচারপতি রমেশ সিংয়ের বেঞ্চ রায় দেয়, এভাবে হোর্ডিংয়ে ছবি টাঙিয়ে জনসমক্ষে তুলে ধরা অনুচিত। অবিলম্বে সব হোর্ডিং সরানোর নির্দেশ দেয় ওই বেঞ্চ। আর সব হোর্ডিং সরিয়ে ১৬ মার্চের মধ্যে হাইকোর্টে সরকারকে রিপোর্ট জমা দেওয়ার আদেশ দেওয়া হয়। এবার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে উত্তরপ্রদেশের যোগী সরকার। এ ব্যাপারে উত্তরপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী যদি আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা শালভ মনি ত্রিপাঠি বলেছেন, আমরা ইলাহাবাদ হাইকোর্টের রায় খাটিয়ে দেখছি। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে উত্তরপ্রদেশ সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct