একটি দেশ, কিন্তু দুজন শপথ নিলেন রাষ্ট্রপতির পদে। ঘটনাটি ঘটেছে আফগানিস্তান। সোমবার বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং তার বিরোধী নেতা তথা প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ দুজনেই প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ায় সেখানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। সম্প্রতি আমেরিকার সঙ্গে তালিবানদের শান্তি চুক্তি হয়েছে। সেই চুক্তি রূপায়ণ হাতে না হতেই আফগানিস্তানে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে গেল।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে আফগানিস্তান অনুষ্ঠিত হয়েছিল প্রেসিডেন্ট নির্বাচন। কিন্যু তখন কারচুপির অভিযোগ ওঠে। ফলে তার ফল বেরতে দেরি হয়। কয়েক মাস পর অবশেষে গত ফেব্রুয়ারিতে ফল ঘোষণা হয়। এই ফলে আশরাফ ঘানিকে জয়ী ঘোষণা করা হয়। তখন প্রসাধন বিরোধী নেতা আবদুল্লাহ আবদুল্লাহ তা মেনে না নিয়ে নিজেই আলাদা সরকার গঠন করবেন বলে জানিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct