এরই মধ্যে করোনাভাইরাস বিশ্বের ৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত এক লাখ ৫ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৪৫ জনের। বিশ্বব্যপী তাণ্ডব চালালেও করোনাভাইরাসের উৎস কী বা কার মাধ্যমে ছড়িয়েছে- এসব এখনও অজানা। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ নিয়ে এখনও ধোঁয়াশায় গবেষকরা। আসেনি কোনও ওষুধ বা প্রতিষেধকও। ফলে, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যেই পাওয়া গেল নতুন এক ভয়ঙ্কর তথ্য। শুধু মানুষের সংস্পর্শেই নয়, এয়ারকন্ডিশনের (এসি) বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে এই সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাসকে যতটা সংক্রামক ভাবা হচ্ছিল, এটি তারচেয়েও ভয়াবহ। শুধু করোনা আক্রান্তদের স্পর্শ করলে বা তাদের হাঁচি-কাশি, মুখের লালা থেকে নয়, প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এসির মধ্য দিয়েও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct