এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, নারী দিবস উপলক্ষে যাদের জীবন ও গল্প অনুপ্রেরণা যোগায় এমন নারীদেরকে তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো একদিনের জন্য উপহার দেবেন। কথা মাফিক জম্মু কাশ্মীরের আরিফা নামের এক মুসলিম মহিলা আত্মনির্ভরশীলতার জন্য মোদির কাছ থেকে পেলেন তার টুইটার অ্যাকাউন্ট। নারী দিবসে এমন অভাবনীয় উপহার পেয়ে আরিফা মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে লেখেন, 'আমি সবসময় কাশ্মীরের ঐতিহ্যবাহী কারুশিল্প পুনরুজ্জীবিত করার স্বপ্ন দেখেছি। আমি অনুভব করি যাতে আরও বেশি মহিলা আত্মনির্ভরশীল হওয়ার জন্য কাজ করে এবং অন্য মহিলাদের সাহায্য করে ।' আরিফা তৃতীয় মহিলা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট অ্যাকাউন্ট থেকে এই টুইট করেন। এর আগে এদিন সকালে একটি টুইটে মোদি বলেন, 'আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমরা আমাদের নারীশক্তির উদ্দীপনা ও সাফল্যকে স্যালুট জানাই। যেমন ক'দিন আগে বলেছিলাম সেভাবেই আমি সাইন অফ করলাম। সারাদিন ধরে সাতজন নারী অর্জনকারীরা নিজেদের জীবন যাত্রার কথা শেয়ার করবেন ও আপনাদের সঙ্গে মতের আদান-প্রদানও করবেন আমার অ্যাকাউন্ট থেকে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct