ইসলামের প্রথম মসজিদ ‘মসজিদে কুবা’র ইমাম শাইখ সালেহ বিন আওয়াদ এক সাক্ষাৎকারে বলেন, বৃষ্টিপাতের সময় রাসুল মসজিদে আসার ব্যাপারে শিথীলতা প্রদর্শন করেছেন রাস্তায় কাঁদা হওয়ার দিকে লক্ষ করে। কিন্তু করোনা ভাইরাস তো মানুষের জীবনকেই শেষ করে দেয়। একারণে যদি কেউ করোনা ভাইরাসের কারণে মসজিদে না আসে তাহলে কোনো সমস্যা নেই।করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সৌদি আরব সরকার তার নাগরিক ও স্থায়ী অভিবাসীদের জন্য সাময়িকভাবে ওমরাহ পালন ও মদিনা শরীফে গমন নিষিদ্ধ করেছে। করোনাভাইরাস প্রতিরোধে মসজিদে নামাজ স্থগিত ইরান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। সঙ্গে সঙ্গে স্থগিত করা হয়েছে ইরানের আন্তর্জাতিক কোরআন প্রদর্শনীও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct