মহারাষ্ট্রে শিবসেনা এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট করলেও সাফ বলে দিয়েছিল তারা হিন্দুত্ব থেকে সরবে না। এ ব্যাপারে শিবসেনা প্রধান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছিলেন, তাদের নীতির মধ্যে রয়েছে অযোধ্যায় যথা শীঘ্র রাম মন্দির নির্মাণ। সেই পথেই এগিয়ে চলেছে শিবসেনা। হিন্দুত্ব লাইন থেকে সরছে না শিব সেনা এটা বোঝাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আজ শুক্রবার অযোধ্যা রওনা হলেন। সেখানে গিয়ে তিনি অযোধ্যার রামমন্দির স্থল ঘুরে দেখে কিভাবে অগ্রগতি হচ্ছে তা খতিয়ে দেখবেন । কথা বলবেন রামলালা কর্তৃপক্ষের সঙ্গেও। এর আগে মহারাষ্ট্রে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট করে বিজেপি রাম মন্দির নিয়ে বিশেষ সক্রিয় হওয়ায় শিব সেনাকে তারা কটাক্ষ করেছিল এই বলে যে শিবসেনা হিন্দু আদর্শ থমকে সাড়ে যাচ্ছে। শিবসেনা বিজেপির সেই অভিযোগ খণ্ডন করতে উঠেপড়ে লেগেছে। খোদ শিবসেনা শীর্ষ নেতা উদ্ধব ঠাকরে অযোধ্যা সফর করে বোঝাতে চাইছেন তিনি হিন্দুত্ব লাইন থেকে সরে যাননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct