মার্কিন যুক্তরাষ্ট্র গত শনিবার আফগান জঙ্গি গোষ্ঠী তালিবানদের সঙ্গে শান্তি চুক্তি করেছিল সেখানে শান্তি আনার জন্য। ওই চুক্তিতে অন্যতম শর্ত ছিল জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে যোগাযোগ রাখা চলবে না। সেই শান্তি চুক্তি এক সপ্তাহ পেরতে না পেরতে আফগানিস্তানে হামলা চালালে আইএস।
আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলিমদের একটি অনুষ্ঠানে শুক্রবার সশস্ত্র হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ যান। তাদের মধ্যে ২০ জনের অবস্থা সঙ্কটজনক। বরাত জোরে বেঁচে গেছেন ওই অনুষ্ঠানে হাজির থাকা আফগানিস্তানের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহ। এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। উল্লেখ্য, গত বছরেও একই অনুষ্ঠানে হামলা চালিয়েছিল আইএস। এ ব্যাপারে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্র জানিয়েছে, হামলার পর দুই হামলাকারী নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct