দিল্লি দাঙ্গা নিয়ে সম্প্রচার করা নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক কেরলের দুটি টিভি নিউজ চ্যানেলকে ৪৮ ঘণ্টা নিষিদ্ধ ঘোষণা করেছে। শুক্রবার রাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। যে দুটি টিভি নেটওয়ার্ককে দুদিনের জন্য সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সে দুটি হল এশিয়া নেট ও মিডিয়া ওয়ান। এশিয়া নেট পরিচালনা করেন রাজীব চন্দ্র শেখর আর মিডিয়া ওয়ান পরিচালনা জারে মাধ্যমম গোষ্ঠী যারা মুসলিম লীগ ঘনিষ্ঠ।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক নোটিশ জারি করে বলেছে এশিয়া নেটের সাংবাদিক পি আর সনি উত্তর পূর্ব দিল্লির দাঙ্গা বিধ্বস্ত এলাকায় গিয়ে আক্রান্তদের কথা তুলে ধরতে গিয়ে বলেছে পুলিশ ছিল না। কিভাবে মুসলিমদের ক্ষতি করা হয়েছে তার চিত্র তুলে ধরা হয়েছে। অপর দিকে এক হিন্দু বাসিন্দার কথা তুলে ধরা হয়েছে যা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যথেষ্ট। এগুলি টেলিভিশন রেগুলেশন আইন লংঘন জারার অভিযোগ তুলে নিষিদ্ধ যারা হয়েছে। এই খাবার পেয়ে এশিয়া নেট দুঃখ প্রকাশ করেছে। তারপর তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এভাবে টিভি নেটওয়ার্ককে নিষিদ্ধ হারায় কেরল সাংবাদিকদের সংগঠন প্রতিবাদ জানিয়েছে। তবে অনেকের অভিনগ, কেরলে বিজেপি ঘনিষ্ঠ চ্যানেল জনম টিভি আপত্তিকর প্রচার করলেও তাদের ছাড় দিয়েছে কেন্দ্র।