রোহিঙ্গাদের হত্যা, নির্যাতনে অভিযুক্ত মায়ানমার সরকার। ওই দেশের নেত্রী নোবেলজয়ী অং সান সু কি বিশ্ব জুড়ে তাই সমালোচনার মুখে। এর আগে বহু দেশ রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে পদক কেড়ে নিয়েছিল সু কি-র। এবার সেই তালিকায় যোগ হল লন্ডন সিটি করপোরেশন।
ব্রিটেনের ঐতিহ্যময় লন্ডন সিটি করপোরেশন রোহিঙ্গা মুসলামানদের ওপর অত্যাচার প্রসঙ্গে এক বৈঠক হয়। তাতে ভোটাভুটি হয় রোহিঙ্গা নির্যতনের ঘটনায় মায়ানমার নেত্রী সু কি-কে দেওয়া তাদের সম্মাননা কেড়ে নেওয়া হবে। তাতে সংখ্যাগরিষ্ঠ সিএলসি সদস্য সায় দেন। তখন সিদ্ধান্ত নেওয়া হয়, সু কি-কে দেওয়া সম্মাননা ফিরিয়ে নেওয়া হবে। বৃহস্পতিবার সু কি-র সম্মাননা কেড়েনেওয়ার যথা জানিয়ে দিয়েছে লন্ডন সিটি করপোরেশন কতৃপক্ষ।
উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে মায়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য অং সান সু কিকে সম্মাননা দিয়েছিল লন্ডন সিটি করপোরেশন (সিএলসি)। গত ডিসেম্বরে হেগে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার করা মামলার শুনানিতে সু কি’র অবস্থানের পর সিএলসি সু কি-র থেকে সম্মাননা ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সক্রিয় হয়।
এর আগে কানাডার পার্লামেন্টের দেওয়া সম্মানসূচক নাগরিকত্ব, ব্রিটেনের অক্সফোর্ড শহরের দেওয়া সম্মাননা, গ্লাসগো নগর কাউন্সিলের দেওয়া ফ্রিডম অফ সিটি খেতাব, লন্ডনভিত্তিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু সংস্থা সু কিকে দেওয়া সম্মাননা ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে রোহিঙ্গাদের উপর মায়ানমার সরকারের নির্যাতন নিয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct