যুদ্ধবিমান তৈরি ও উন্নত নিরাপত্তা ব্যবস্থার জন্য ইহুদি রাষ্ট্র ইসরাইলের একটা সুখ্যাতি রয়েছে। সেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবার করোনা ভাইরাস প্রতিরোধে নতুন পন্থা অবলম্বনের কথা বললেন। তার এই বক্তব্য অবশ্য অবাক করতে পারে ভারতীয়দের। কারন তিনি যা বলেছেন তা সাধারণত ভারতীয়রা করে থাকে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, করোনা ভাইরাস মুক্ত হতে দু হাত জোড় করে নমস্কার করুন। তাতেই পালিয়ে যাবে করোনা ভাইরাস।
চিনের ইউহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এখন বিশ্বের প্রায় আশিটি দেশে থাবা বসিয়েছে। তাই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ইসরাইলিদের ভারতীয় কায়দায় নমস্কার জানানোর পরামর্শ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী।
বুধবার করোনাভাইরাস ঠেকাতে একটি বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে নেতানিয়াহু বলেন, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে নমস্কার সাহায্য করতে পারে।
অন্যদিকে নেতানিয়াহু জানান, ইসরাইল করোনাভাইরাস সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে। ৫ হাজার জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ইসরাইলিদের বিদেশে যাওয়া নিষেধ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct