অবশেষে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপে যুক্ত হল একটি নতুন ফিচার। সেটি হল ডার্ক মুড। আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা উভয়ই এই সুবিধা পাবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই ডার্কমুড চালু হওয়ার ব্যাপারটি গত বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা কারচর হোয়াটসঅ্যাপের মূল মালিকানা থাকা ফেসবুক কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, ডার্ক মুড সুবিধা উপলব্ধ হওয়ায় মোবাইল ফোনে আলোর তীব্রতার প্রভাব কমবে।
হোয়াটস অ্যাপ যে নতুন ফিচার ডার্ক মুড চালু করেছে তার জন্য আপডেট করতে হবে। আইওএস ১৩ সংস্করণের আইফোন ও অ্যান্ড্রয়েড ১০ ফোন ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে এই আপডেট পাবেন।
এছাড়া অ্যান্ড্রয়েড ৯ ফোনের ক্ষেত্রে হোয়াটস অ্যাপের সেটিংস মেনু থেকে ডার্ক মুড অপশনটি সক্রিয় করে নেওয়া যাবে।এজন্য সেটিংস অপশন থেকে চ্যাটস অপশনে যেতে হবে। সেখানে থিম অপশন থেকে ডার্ক মুড সক্রিয় করে নিতে হবে।
এ প্রসঙ্গে হোয়াটস অ্যাপের একজন মুখপাত্র জানান, ডার্ক মুড চোখের জন্য বেশ আরামদায়ক হবে। ডার্ক মুড চালুর বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াটস অ্যাপ, এর শুরুতেই বলা হয় ‘হ্যালো ডার্কনেস’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct