ঢাকঢোল পিটিয়ে আফগানিস্তানের মৌলবাদী বিদ্রোহী গোষ্ঠী তালিবানদের সঙ্গে গত ২৯ ফেব্রুয়ারিতে শান্তি চুক্তি করেছিল আমেরিকা। তার এক সপ্তাহ পড়তে না পেরোতেই ফের আফগানিস্তান অশান্ত হয়ে উঠতে পারে। আফগান বাহিনীর উপর তালিবানরা হামলা চালিয়েছে এই অভিযোগে পাল্টা হামলা চালাল আমেরিকা। শান্তিচুক্তির পর এটাই আমেরিকার প্রথম হামলা তালিবানদের নিশানা করে।
যদিও দিন কয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ফোনে কথা বলেন। তারপর এই হামলা ফের আফগানিস্তানকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে চলেছে।
মার্কিন হামলা প্রসঙ্গে
মার্কিন বাহিনীর কর্নেল সোন্নি লেগে্গত ট্যুতে জানিয়েছেন, হেলমান্দ প্রদেশের নহর-ই-সেরাজে তালিবানদের ওপর হামলা চালানো হয়। এই স্থানে আফগান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছিল তালিবানরা। অন্যদিকে হেলমান্দ প্রদেশের পুলিশের মুখপাত্র মোহাম্মদ জামান হামদার্দ জানান, গত দুই দিন ধরে তালিবানরা আফগান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন জেলার সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ আফগান সেনার মৃত্যু হয় বলে দাবি করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct