চিনের ইউহান শহর থেকে উদ্ভূত করোনা ভাইরাস এখন মহামারীর আকার ধারণ করেছে। শুধু চিন নয় বিশ্বের আশিটি দেশে করোনা ভাইরাস থাবা মেরেছে। সেই থাবা এসে পৌঁছেছে সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুকের সিয়াটল অফিসেও। ওই অফিসের একজন কন্ট্রাক্টরের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছেন ফেসবুকের একজন মুখপাত্র। ওই কর্মীটি সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সিয়াটলের অফিসে কাজ করেছেন। এর পর আপাতত অফিসটি বন্ধ করে দেওয়া হয়েছে।
ফেসবুক এক বিজ্ঞতিতে জানিয়েছে সিয়াটল অঞ্চলের সকল কর্মীদের বাড়ি বসে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিয়াটল ওয়াশিংটন প্রদেশের একটি শহর। এই শহরে কয়েক জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। আর তার জেরে ফেসবুকের সিয়েটল অফিস বন্ধ রাখা হয়েছে। তবে এর ফলে ফেসবুক ব্যবহারকারীদের কোনো সমস্যায় পড়তে হবে কিনা অথবা ফেসবুক চালু থাকার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হবে কিনা তা নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ কোনো বিবৃতি দেয়নি। যদিও ফেসবুক ব্যবহারকারীদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct