করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইরান তাদের বিভিন্ন কারাগার থেকে প্রায় ৫৪ হাজারেরও বেশি কয়েদিকে সাময়িক সময়ের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এ বিষয়ে ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলামহোসেইন ইসমাইলি বলেছেন, 'যে কয়েদিদের দেহে কভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যাবে না, কেবল তাদেরই জামিন দেওয়া হবে।তবে যেসব বন্দির সাজার মেয়াদ ৫ বছরের বেশি, তাদের মুক্তি দেওয়া হচ্ছে না।' জানা গিয়েছে, জামিনে মুক্তিপ্রাপ্তদের তালিকায় ব্রিটিশ-ইরানি সমাজকর্মী নাজানিন জাঘারি-র্যা টক্লিফও। ২০১৫ সালে তেহরানে মেয়েসহ গ্রেফতার হন নাজানিন, এরপর গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তেহরানের এভিন কারাগারে বন্দি নাজানিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে শনিবার তার স্বামী সন্দেহ প্রকাশ করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct