বিশ্ব ফুটবলে এক অন্যতম নাম বার্সেলোনা ক্লাব।সেই বার্সেলোনায় সবচেয়ে ব্যয়বহুল তারকা হিসেবে যোগ দিয়েছিলেন ওসমানে ডেমবেলে। তবে গোল খরা দূর করতে পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত ক্লাবের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন এই ফরাসি স্ট্রাইকার। নতুন ক্লাবে যোগ দেয়ার দুইশ’ দিন পর বুধবার অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে চেলসির বিপক্ষে গোল পেয়েছেন ২০ বছর বয়সি এই ফুটবলার। এখন এই ধারাবাহিকতা লা লীগায়ও ধরে রাখতে চান তিনি। আগামী রোববার ঘরোয়া প্রতিযোগিতা লা লীগায় অ্যাথলেটিক বিলবাও সফরে যাবে কাতালান জায়ান্টরা।
গত গ্রীষ্মে ১০৫ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দিয়েছেন ডেমবেলে। দক্ষতার ভিত্তিতে সেটি বেড়ে ১৫০ মিলিয়ন ইউরোতে পৌঁছানোরও সুযোগ রয়েছে। তবে বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক এই তারকার স্পেনের মিশন শুরু করার সময় যে রকম একটি জল্পনা কল্পনা শুরু হয়েছিল তা ধরে রাখতে পারেননি।
শুরুতেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় নতুন মৌসুমের শুরুতে জানুয়ারি পর্যন্ত তিনি খেলতেই পারেননি। এ সময় অবশ্য দলভুক্ত আরেক আক্রমনাত্বক মেধাবী তারকা ফিলিপ কুটিননহোকে নিয়ে লা লীগায় উড়ন্তসুচনা করে বার্সেলোনা।
মেসি ও সুয়ারেজের সঙ্গ কুটিনহোর ওই পারস্পরিক বুঝাপড়ার আড়ালে চাপা পড়ে যান ডেমবেলে। যে কারণে সাইডবেঞ্চই ঠিকানা হয়ে ওঠে ফরাসি তারকার। তবে ব্রাজিলীয় কুটিনহো এবং পলিনহোর অনুপস্থিতির সুযোগে চেলসির বিপক্ষে ম্যাচে একাদশে সুযোগ পান ডেমবেলে।
লিওনেল মেসির কর্নারের শটের বল জালে জড়িয়ে দিয়ে প্রথমার্ধেই তিনি বার্সাকে পৌছে দেন দ্বিগুন ব্যবধানে। এর আগে গোল করে কাতালানদের লীড এনে দিয়েছিলেন আর্জেন্টাইন সুপার স্টার মেসি।
খেলা শেষে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে বলেন, ‘এটি আবহাওয়ার সঙ্গে মানিয়ে অব্যস্ত হওয়ার ব্যাপার। যা তাকে কাবু করতে পারেনি। ইনজুরি তাকে ভুগিয়েছে। অন্য ধাচের ফুটবল থেকে এসে ওই ইনজুরিটা তাকে ভুগিয়েছে। তা না হলে সে এতদিনে আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারত।’
বার্সা কোচ বলেন, ‘আমরা যখন চেলসির মত কোন শক্তিশালী প্রতিপক্ষের মোকাবেলা করি তখন নিজেদের মধ্যে আত্মত্যাগ ও দলবদ্ধভাবে খেলার একটি প্রবণতা থাকে। বিষয়টি ডেমবেলেও উপভোগ করেছে। সে এখনো খুবই কম বয়সি খেলোয়াড়, যার মধ্যে রয়েছে অপার সম্ভাবনা। ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct