ফেসবুকে আপনি অনির্দিষ্ট পরিমাণ ব্যক্তিকে ফলো করতে পারবেন। কিন্তু ৫ হাজারের বেশি বন্ধুকে যুক্ত করতে পারবেন না।অনেক সময় দেখা যাচ্ছে ৫০০০ থেকেও বেশি বন্ধু দেখা যায় ফ্রেন্ডলিস্টে। এমন কিছু স্ক্রিনশট বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জগতে দেখা যাচ্ছে। এ বিষয়ে ক্রাফের টেকনিক্যাল ক্রু বিএম ইয়ামিন বলেন, ফেসবুকের নির্দিষ্ট ৫০০০ বন্ধু তালিকার পর যা দেখা যাবে তা হচ্ছে ওই আইডির বন্ধু লিস্টে কিছু ইনভিসিবল বা ডিজেবল আইডি রয়েছে, যা দেখা যায় না। কিন্তু সংখ্যায় ঠিকই থাকে। তিনি বলেন, 'এই বিষয়টা ক্রমানুযায়ী বাড়তে থাকে। পাঁচ হাজার বন্ধু এড হওয়ার পরে আপনি ততটি ফ্রেন্ডই এড করতে পারবেন, যতটি আইডি আপনার বন্ধু তালিকা থেকে ডিজেবল আছে।' এই বিষয়ে ক্রাফের প্রেসিডেন্ট জেনিফার আলম বলেন, 'ফেসবুক সবসময়ই তাদের নিজেদের দেওয়া টার্মস এন্ড কন্ডিসন্স অনুযায়ী পরিচালনা করে থাকে। এটা কোন সমস্যা নয়। তবে প্রত্যেকের উচিত বিবেচনা করে ফেসবুক বন্ধু লিস্টে সংযুক্ত করা। ফেসবুকে পাঁচ হাজারের বেশি হয় না। বন্ধু তাদেরকেই করবেন, যাদেরকে আপনি ব্যক্তিগত জীবনে চেনেন এবং কোন ধরনের দুর্ঘটনা বা হয়রানী হলে তাকে চিহ্নিত করা সহজ হয়। যদি অধিক মানুষের সঙ্গে যুক্ত থাকতে এবং যুক্ত করতে চান সেই ক্ষেত্রে ফলোয়ার অপশন ব্যবহার এবং সংবেদনশীল তথ্য ও ছবি আদান প্রদান থেকে বিরত থাকতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct