পাকিস্তান বাদে অন্য প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভালো সম্পর্ক ভারতের। তাই সুসম্পর্ক থসক দেশগুলির নানা প্রয়োজনে এগিয়ে হয় ভারত। বিশেষ করে নানা প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থার সহায়তার ব্যাপারে। ঠিক সেভাবেই ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে সাহায্য করতে এগিয়ে এলে। অপরাধীদের শনাক্ত করতে প্রশিক্ষণ প্রাপ্ত ১০ টি কুকুর বাংলাদেশের সেনাবাহিনীকে উপহার দিল ভারত। বনগাঁর পেট্রাপোল সীমান্তে ওই কুকুরগুলো তুকে দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মিজানুর রহমানের কাছে।
এ ব্যাপারে জানা গেছে, বাংলাদেশের বেনাপোল সীমান্তের আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবদূর ওয়াহাব জানিয়েছেন, উত্তরপ্রদেশের মিরাট সেনাছাউনি থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। তারপর তাদের হাতে অর্পণ করে হয়।
উল্লেখ্য, এই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত করতে পারদর্শী। গত বছরের ডিসেম্বর মাসেও ১০টি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর বাংলাদেশকেকে উপহার দিয়েছিল ভারত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct