চিনের ইউহান থেকে কারণে ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল গত বছরের ডিসেম্বর মাস থেকে। তারপর ক্রমে জরামে বিস্তার করেছে শুধু চিন নয়, বিশ্বজুড়ে। চিনে করোনা ভাইরাস মহামারীর আকার নেওয়ার পর বিশ্বের অন্যান্য দেশের আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভারতের মতো দেশে আতঙ্ক থাকলেও মৃত্যু নিয়ে এখনো বিপদ ডাকেনি। ইতোমধ্যে অন্তত ৮০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
কিন্তু ইরান, ইতালিতে জারণা ভাইরাস মৃত্যু ডেকে আনছে একের পর এক মানুষের। বিশেষ করে ইতালিতে এ পর্যন্ত শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। তাই সর কোনো ঝুঁকি না নিয়ে করোনার ত্রাসে ইতালির সব স্কুল বন্ধ ঘোষণা করেছে সে দেশের সরকার। ইতালির সব স্কুল বৃহস্পতিবার থেকে সব স্কুল ১০ দিনের জন্য আপাতত বন্ধ রাখা হচ্ছে।
ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্টি বলেছেন, স্বাস্থ্যসেবা এখন ঝুঁকির মুখে। তাই সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল
এদিকে স্কুল ছুটির সরকারি নির্দেশ পেয়ে কিছু স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের চিঠি দিয়ে জানিয়েছে যে, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার থেকে স্কুল বন্ধ থাকবে। শুক্রবার থেকে অনলাইনের শিক্ষা কার্যক্রম চালানো হবে।
ইতালির নাগরিক সুরক্ষা বিভাগ বুধবার জানিয়েছে, এখন পর্যন্ত দেশটির করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ৯৯টি। মারা গেছেন ১০৭ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct