প্রধানমন্ত্রীর আসনে বসার পর থেকেই নরেন্দ্র মোদি বিদেশ সফর খামতি দিচ্ছেন না। একের পর বিদেশ ভ্রমণ করতে গিয়ে দেশের দিকে তিনি নজর দিতে পারছেন না বলে অভিযোগ তুলতে থাকে বিরোধীরা। অন্যদিকে দেদার টাকা বিদেশ ভ্রমণে ব্যয় করায় নানা প্রশ্ন উঠতে শুরু করে। কারণ, দেশ যখন অর্থনৈতিক মন্দায় জেরবার, তখন কি করে সেই মন্দা কাটানো যাবে তার কোনো সুরাহা বের করতে পারেন নি মোদি। উল্টে বাড়িয়ে দিয়েছেন বিদেশ যাত্রার বহর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা থেকে শুরু করে আরব দেশও বাদ দেননি। তাই নিয়ে সোচ্চার হয় বিরোধীরা। এ নিয়ে লোকসভায় প্রশ্ন তোলেন এক বিরোধী সাংসদ। সেই প্রশ্নের জবাবে কেন্দ্রের বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরালিধরন লোকসভায় বুধবার জানান, গত পাঁচ বছরে মোদির বিদেশ যাত্রার জন্য খরচ হয়েছে মোট ৪৪৪৬.৫২ কোটি টাকা। সবচেয়ে বেশি খরচ করেছেন ২০১৫-১৬ বর্ষে। ওই বছর মোদির বিদেশ সফর খরচ হয়েছে ১২১.৮৫ কোটি টাকা। সেই তুলনায় কম খরচ হয়েছে ২০১৯-২০ বর্ষে। এই বছরে মোদির বিদেশ সফরের পিছনে কেন্দ্রের ব্যয় হয়েছে ৪৬.২৩ কোটি টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct