রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে। তাই তার সামনে যাতে অনিসন্ধিৎসু সাংবাদিক ফটোগ্রাফারদের লেখা বা ছবি কোনো অস্বস্তিতে না ফেলে তার জন্য ইসলামপুর হাসপাতালে তাদের প্রবেশে নিয়ন্ত্রণ আনা হয়েছে। এ ব্যাপারে এক নোটিশ জারি করে বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাংবাদিক বা ফটোগ্রাফার হাসপাতালে ঢুকতে পারবেন না। এই বাস্তব চিত্রটি
ইসলামপুর মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করাকে কেন্দ্র করে তাই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিপূর্বে এমন নোটিশের কথা কেউ শোনেনি। সোমবার হাসপাতালে আচমকাই নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। সেখানে হাসপাতাল সুপারের স্বাক্ষর করা রয়েছে। ওই নোটিশে জানানো হয়েছে যে , হাসপাতালের ভেতর কোন খবর সংগ্রহ করতে যাওয়া কিংবা ছবি তুলতে যাওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের হাসপাতালে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে উল্লেখ আছে। উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ আর এন প্রধান জানিয়েছেন, এখন পর্যন্ত এ বিষয়ে স্বাস্থ্য ভবনের কোনো নির্দেশ পাইনি ।তবে হাসপাতালে খবর সংগ্রহ করতে যাওয়ার ক্ষেত্রে কেউ ঢুকলে সেখানে অনুমতি নিলে সুবিধা হয়। কারণ একসাথে মিডিয়ার সঙ্গে অনেকেই প্রবেশ করলে রোগীর অসুবিধা হতে পারে কিংবা চিকিৎসায় বিঘ্ন ঘটতে পারে।সূত্রে জানা গেছে মঙ্গলবার কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচি থাকায় ইসলামপুর হাসপাতাল বিশেষ সতর্কতা নিয়েছে যাতে হাসপাতালের বেহাল দশার খবর মুখ্যমন্ত্রীর কাছে না পৌঁছয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct