মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন দিল্লির দাঙ্গা একটা পরিকল্পিত গণহত্যা। সেই অভিযোগের সপক্ষে এখন অনেকে বলছেন বিজেপি নেতা কপিল মিশ্র হুমকি দিয়েছিলেন তিনদিনের মধ্যে সিএএ বিক্ষোভ না সরালে নিজেই তাদের সরিয়ে দেবেন। যা উচিত শিক্ষা দেবে। সেই হুমকির পরই উত্তর পূর্ব দিল্লি জুড়ে মূলত সংখ্যালঘু হত্যায় মেতে ওঠে সাম্প্রদায়িক মানুষরা। বিজেপি নেতা কপিল মিশ্রের প্ররোচনায় হত্যাযজ্ঞে মেতে উঠলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দিল্লি পুলিশ। উল্টে সেই কপিল মিশ্রকেই এবার নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে উদ্যোগী হয়েছে পুলিশ। তারা দিল্লির সংখ্যালঘুদের নিরাপত্তা না দিয়ে দাঙ্গায় অভিযুক্তকে নিরাপত্তা দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার।
কপিল মিশ্রকে ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় সেখানকার পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে।
অন্যদিকে
এদিকে সাংবাদিক ও সমাজকর্মী হর্ষ মন্দার বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, পারভেশ বর্মা ও কপিল মিশ্রের বিরুদ্ধে উস্কানির অভিযোগে মামলা দায়ের করেছেন। তাদের কঠিন শাস্তি দাবি করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct