দীর্ঘ ১৮ বছর চার মাস তিন সপ্তাহ এক দিনের যুদ্ধের পর তালিবানের সঙ্গে শান্তি চুক্তি করতে বাধ্য হল আমেরিকা। দোহায় বিলাসবহুল শেরাটন হোটেলে চুক্তিতে যে হলো, তার শর্তানুযায়ী আফগানিস্তান থেকে পর্যায়ক্রমে সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে এখন যুক্তরাষ্ট্রের ১৪ হাজারসহ দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ১৭ হাজার সৈন্য রয়েছে। আগামী ১৩৫ দিনের মধ্যে এ সংখ্যা ৮ হাজার ৬০০ তে নামিয়ে আনা হবে। পর্যায়ক্রমে বাকি সৈন্যও প্রত্যাহার হবে ভবিষ্যতে। তালিবান নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা বা অভিযান চালাবে না যুক্তরাষ্ট্র। তালিবানরাও হামলা চালানো থেকে বিরত থাকবে। দীর্ঘ এই যুদ্ধে এ পর্যন্ত প্রায় দুই লাখ মানুষের প্রাণ গিয়েছে। চুক্তির পরবর্তী দিনগুলোও সরল হবে, তা ভাবার অবকাশ নেই। ভবিষ্যত যতই জটিল হোক, একটি বিষয় পরিষ্কার ট্রিলিয়ন ডলার খরচ করেও আফগান যুদ্ধে জিততে পারেনি পরাশক্তি আমেরিকা। বরং যুদ্ধ হেরেছে যুক্তরাষ্ট্র ও তার বন্ধু দেশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct