সিএএ নিয়ে দিল্লির পর এবার সংঘর্ষে প্রাণহানি ঘটলো মেঘালয়ে। পূর্ব খাসি পার্বত্য এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। অ-উপজাতি এবং কেএসইউর সংঘর্ষে নিহত হয়েছেন একজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোবাইল ইন্টারনেট ব্যবহার ও এসএমএস আদান-প্রদানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা জারি থাকবে এই নিষেধাজ্ঞা। জানা গিয়েছে, মৃত যুবক কেএসইউ বা খাসি স্টুডেন্টস ইউনিয়নের সদস্য। রাজ্যের রাজধানী শিলং থেকে ৯০ কিমি দূরে এই পূর্ব খাসি পার্বত্য এলাকা। সেই এলাকার শেলা জনপথ এই সংঘর্ষের উৎপত্তিস্থল। সেই এলাকায় শনিবার থেকে কারফিউ জারি করেছে প্রশাসন। পাশাপাশি শিলংয়ে বিক্ষিপ্তভাবে জারি রয়েছে কারফিউ। ঘটনার সেই আঁচ প্রায় ১০০ কিমি দূরে পর্যটক-বান্ধব শিলংয়ে এসে পড়ে। শনিবার অ-উপজাতি সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন ছয়জন। একজনের দেহে ছুরির আঘাতের চিহ্ন মিলেছে। এই ঘটনার পর নিরাপত্তা পর্যালোচনায় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct