শরণার্থীদের জন্য সীমান্তের দরজা খোলা রাখার প্রতিশ্রুতি দিলেন তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান। এ বিষয়ে তিনি বলেন, 'ইউরোপের উচিত ছিল তাদের প্রতিশ্রুতি পালন করা। কারণ আগত শরণার্থীদের প্রতি গ্রীক পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করবে।' রাষ্ট্রপতি রেসেপ তাইয়েপ এরদোগান আরও বলেন, 'আমাদের সরকার শরণার্থীদের তুরস্ক থেকে ইউরোপে যাওয়ার অনুমতি দেওয়া শুরু করেছে। আমরা এই দরজা বন্ধ করবো না। ইউরোপীয় ইউনিয়নের উচিত তাদের প্রতশ্রুতি পালন করা।' ২০১৫ সালের অভিবাসী সঙ্কটে দেখা গিয়েছে প্রায় দশ লক্ষ লোক তুরস্ক হতে ইউরোপীয় ইউনিয়ন দিয়েছিল। ২০১৬ সালে তুরস্ক ও ইউরোপীয় ইয়নিয়নের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এরদোগান আরও যোগ করেচেন, ' শুক্রবার হতে ১৮০০০ শরণার্থী তুর্কির সঙ্গে ইউরোপ সীমান্তে জড়ো হয়েছে এবং শনিবার এই সংখ্যা ৩০০০০ দাঁড়াবে। ইতোমধ্যে ৬০ লক্ষ্য সিরিয়ান নাগরিক যারা শরণার্থী বারবার সংকেত দিচ্ছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct