বাম আমলে জঙ্গলমহলের ত্রাস ছিলেন কিষেনজি। তার মৃত্যুর পর জঙ্গল মহলে আন্দোলন চললেও পারে তা স্তিমিত হয়ে যায়। এর কারণ বেশ কিছু মাও নেতার মৃত্যু। তারপর থেকে আন্দোলনের রাশ তুলে নেন ছত্রধর মাহাতো। দোর্দণ্ড প্রতাপ মাও নেতা শশধর মাহাতোর ভাই ছত্রধর পরিচিত মুখ হয়ে ওঠেন জঙ্গল মহলে। তার আন্দোলনে জের হয়ে পড়ে প্রশাসন। আদিবাসী জনগণের দাবি নিয়ে সরব হয় ছত্রধর প্রাণপণ আন্দোলন চালিয়ে যান প্রশাসনের বিরুদ্ধে। পুলিশের কাছে তখন ছত্রধর মাহাতো মানেই ত্রাস। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী। সেই পরিস্থিতিতে তাকে পুলিশ হয়ে হয়ে খুঁজতে থাকে। পারে পুলিশ গ্রেফতার জারে নানা কেস দিলে তার যায়গা হয় কারাগার। ততক্ষণে রাজ্যে বাম শাসনের অবসান ঘটিয়ে এসে গেছে তৃণমূলের শাসন। কিন্তু তাকে রেহাই দেওয়া হয়নি। অবশেষে কিছুদিন আগে জেল থেকে মুক্তি পেয়েছেন ছত্রধর মাহাতো। কিন্তু গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে তৃণমূলের অবস্থা খারাপ হওয়ায় এবার ছত্রধরকে মাঠে নামানোর চেষ্টা চলছে। শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যেই তৃণমূলে যোগ দেবেন ছত্রধর। আর তার হাতে তুলে দেওয়া হবে জঙ্গলমহলে তৃণমূলের দায়িত্ব। এমনকি ২০২১ বিধানসভায় তাকে টিকিটও দেওয়া হতে পারে। তবে, ছত্রধর মাহাতো জানিয়েছেন, তার কাছে এখনো তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব আসেনি। তবে, প্রস্তাব এলে ভেবে দেখা যাবে।
কিন্তু স্থানীয় সূত্র জানিয়েছে, ইতিমধ্যে তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত। সম্ভবত তৃণমূল ভবনে বড় কোনো নেতার হাত দিয়ে তৃণমূলে যোগ দেবেন। কারণ, তৃণমূলের নাকি ধারণা ছত্রধর তৃণমূলে এলে জঙ্গলমহলে তৃণমূলের জয় নিয়ে কোনো সংশয় থাকবে না। উল্লেখ্য, জঙ্গলমহলে প্রায় ৩৫ শতাংশ আদিবাসী ভোট আছে, যাদের মধ্যে যথেষ্ট প্রভাব রয়েছে ছত্রধর মাহাতোর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct