মারণরোগ করোনাভাইরাসের আতঙ্কে এবার ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সৌদির বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানায়, সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই যারা ওমরাহ করতে চাইছেন কিংবা মদিনায় মসজিদে নববীতে যেতে চাইছেন, তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, 'পর্যটক, ওমরা পালনকারী, সৌদি নাগরিকদের সর্বাধিক সুরক্ষা দিতেই এ অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।' মসজিদে নব্বী, কাবা শরীফ সহ মক্কা ও মদিনায় প্রতিদিন বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ওমর পালন ছাড়াও ভ্রমণে যান। অর্থনৈতিকভাবে স্বচ্ছল হলে জীবনে একবার হজ পালন ও যে কোনো সময় ওমরা পালনে যান মুসলিমরা। একই সঙ্গে যে সব দেশে করোনাভাইরাস বা কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে সেসব দেশের নাগরিকদের বৈধ ভিসা থাকলেও তাদের রিয়াদে প্রবেশ আপাতত স্থগিত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct