কৃষকদের ঋণ মকুব সহ আদিবাসীদের জমি হস্তান্তরের নানা দাবিতে সোমবার মহারাষ্ট্র বিধানসভায় বিক্ষোভ দেখাবে সে রাজ্যের কৃষকরা। প্রায় ১০০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে কৃষকরা নাসিক পেরিয়ে রাজধানী মুম্বইতে এসে পড়েছে। ইতিমধ্যে এই বিপুল সংখ্যক কৃষক শহরে আসায় যানজট শুরু হয়েছে। তা নিয়ে মহারাষ্ট্র পুলিশ উদ্বিগ্ন।
অল ইন্ডিয়া কিষাণ সভা এই বিধানসভা ঘেরাওয়ের যাক দিয়েছে।এ ব্যাপারে কিষাণ সভার প্রেসিডেন্ট অেোক দাওলে বলেছেন, মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজনের সঙ্গে দেখা করেছেন রবিবার। কাল বিধানসভা ঘেরাও উপলক্ষে তাদের দাবি দাওয়া মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, মহারাষ্ট্রে বহু কৃষক ঋণ মেটাতে না পেরে আর্থিক অনটনের কারণে আত্মহত্যা করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct